News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৪৯, ২৫ আগস্ট ২০২৫

কানাডার রেড লিস্টে বাংলাদেশ, ভিসা অনুমোদন কমলো ৬১%

কানাডার রেড লিস্টে বাংলাদেশ, ভিসা অনুমোদন কমলো ৬১%

ফাইল ছবি

সম্প্রতি ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে কানাডা, যার ফলে বাংলাদেশি নাগরিকদের জন্য দেশটীতে ভ্রমণ, অধ্যয়ন ও কাজের সুযোগ সীমিত হয়ে পড়েছে। 

নির্ভরযোগ্য সূত্র এবং অভিবাসন বিশেষজ্ঞদের মতে, কানাডা সরকার বাংলাদেশকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এর ফলস্বরূপ, গত কয়েক মাসে কানাডায় বাংলাদেশি নাগরিকদের ভিসা অনুমোদনের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।

সরকারি তথ্যে দেখা যায়, ভিসা অনুমোদনের হার প্রায় ৬১ শতাংশ কমে গেছে। এই আকস্মিক পতনে বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসন প্রত্যাশীরা চরম অনিশ্চয়তায় পড়েছেন।

কানাডার অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, বেশ কিছু কারণে তাদের এই সিদ্ধান্ত। এর মধ্যে প্রধান কারণগুলো হলো:

রাজনৈতিক আশ্রয়ের আবেদন বৃদ্ধি: সাম্প্রতিক সময়ে বাংলাদেশ, ভারত এবং নাইজেরিয়াসহ কয়েকটি দেশ থেকে রাজনৈতিক আশ্রয়ের আবেদন অস্বাভাবিকভাবে বেড়েছে। কানাডা সরকারের ধারণা, এর অনেকগুলোই সন্দেহজনক।

জাল নথি ও প্রক্রিয়াগত ত্রুটি: ভিসা আবেদন প্রক্রিয়ায় জাল বা ভুয়া কাগজপত্র জমা দেওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যা আবেদনকারীদের বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

আরও পড়ুন: নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা

এই প্রসঙ্গে কানাডার একজন রেগুলেটেড ইমিগ্রেশন কনসালট্যান্ট (আইআরবি), মো. সিদ্দিকুর রহমান বলেন, বাংলাদেশ এখন আনুষ্ঠানিকভাবে কানাডার রেড লিস্টে রয়েছে। ঝুঁকিপূর্ণ আবেদনকারীদের স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করার জন্য কানাডা সম্প্রতি তার নিয়ম পরিবর্তন করেছে। 

তিনি আরও বলেন, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো প্রকাশ্য কোনো নিষেধাজ্ঞা ঘোষণা না করে নীরবে ভিসা প্রক্রিয়ায় কঠোরতা আনা।

এই কঠোরতার প্রভাব শুধুমাত্র শিক্ষার্থী ভিসাতেই সীমাবদ্ধ নেই, বরং পর্যটন ও কর্মসংস্থান ভিসার ক্ষেত্রেও অনুমোদনের হার নাটকীয়ভাবে কমে গেছে। হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী, বিশেষ করে যারা সেপ্টেম্বর সেশনের জন্য আবেদন করেছিলেন, তারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। 

অনেক আবেদনকারী জানিয়েছেন, কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই তাদের ভিসা আবেদন বাতিল করা হয়েছে।

শিক্ষা পরামর্শক মাসুমুল কবির বলেন, অনেক শিক্ষার্থী এখন তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। তবে তিনি আশাবাদী যে, কানাডার বিশ্ববিদ্যালয়গুলো সরকারের সাথে আলোচনা করছে এবং দ্রুত একটি ইতিবাচক সমাধান আসবে।

কানাডা সরকার শুধু বাংলাদেশের ক্ষেত্রেই নয়, বরং উচ্চ রাজনৈতিক আশ্রয় দাবির উৎস হিসেবে চিহ্নিত এমন সব দেশের জন্য ভিসা নীতি কঠোর করেছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বজুড়ে প্রায় ১৫ লাখ পর্যটন ভিসা ইস্যু করা হয়েছে, যা ২০২৩ সালের ১৮ লাখের তুলনায় কম।

এমন পরিস্থিতিতে ভারত ইতোমধ্যে কানাডার সঙ্গে কূটনৈতিক আলোচনা শুরু করেছে। 

অভিবাসন বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশেরও দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আলোচনা শুরু করে কানাডার সঙ্গে সম্পর্কের উন্নয়ন এবং ভিসা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পদক্ষেপ নেওয়া জরুরি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়