বাসের ধাক্কায় প্রাণ গেল কণ্ঠশিল্পী পারভেজের
কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক পারভেজ রব (৫৫) বাসের ধাক্কায় মারা গেছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার উত্তরায় একটি বেসরকারি মেডিকেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে চালক ও তার সহকারী পলাতক।
পরিবার সূত্রে জানা গেছে, পারভেজ রব ঢাকার উত্তরায় থাকেন। তিনি বাসা থেকে কিছুটা দূরে ইস্ট ওয়েস্ট মেডিকেলের সামনের রাস্তায় বাসের অপেক্ষা করছিলেন। এ সময় ভিক্টর ক্লাসিকের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে পড়ে যান।
এরপর স্থানীয় লোকজন পারভেজ রবের বাসায় খবর দিলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে ঢাকার পঙ্গু হাসপাতালে নেন। তবে সেখানে ভর্তি করাতে না পেরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) নির্মল চন্দ্র দেব বলেন, পারভেজ রব মাথার ডান পাশে গুরুতর আঘাত পেয়েছিলেন। এ ঘটনায় পরিবার একটি মামলা করবে বলে জানিয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পিআর








