বামনের চরিত্রে শাহরুখ!
এবার ভিন্ন চরিত্র নিয়ে পর্দায় আসছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আগামী ছবিতে তাকে দেখা যাবে বামনের চরিত্রে। এ ছবির পরিচালক আনন্দ রাই।
এ ছবির শুটিং শুরু হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। এ চরিত্রকে একটি নতুন চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন বলিউড সংশ্লিষ্টরা।
‘পা’ ছবিতে একেবারে অন্য রকম চরিত্রে অমিতাভ বচ্চনকে দেখেছে ফিল্মি দুনিয়া। এ বার নতুন লুকে শাহরুখের বক্স অফিস কাঁপানোর পালা। গুঞ্জন উঠেছে, চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে রাজি হয়ে কোথাও কি অমিতাভকেও লড়াইয়ের মুখে ফেলে দিলেন শাহরুখ?
এর আগে নতুন করে নির্মিত ‘ডন’ ছবিতে অভিনয় করে শাহরুখ তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
শোনা যাচ্ছে, এ ছবিতে সালমান খানকে নিতে চেয়েছিলেন আনন্দ রাই। কিন্তু ছবির ভাবনা, গল্প এবং চিত্রনাট্য পছন্দ হয়নি সালমানের। তাই তিনি রাজি হননি। কিন্তু চিত্রনাট্য পছন্দ হওয়ায় এই ছবি করতে রাজি হয়েছেন কিং খান।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম








