News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:২৬, ২৯ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৯:৪১, ২৯ সেপ্টেম্বর ২০২৫

বিশেষ বিসিএসে চিকিৎসক নিয়োগে ২১ জনের সুপারিশ স্থগিত

বিশেষ বিসিএসে চিকিৎসক নিয়োগে ২১ জনের সুপারিশ স্থগিত

ফাইল ছবি

চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসে ২১ জন প্রার্থীর চূড়ান্ত সুপারিশ স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এদের মধ্যে ১৯ জন সহকারী সার্জন ও দুই জন সহকারী ডেন্টাল সার্জন। 

এছাড়া, এমবিবিএস ডিগ্রি না থাকায় দুই প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

৪৮তম বিশেষ বিসিএসের ফলাফল প্রকাশ করা হয় গত ১১ সেপ্টেম্বর। ওই পরীক্ষায় তিন হাজার ১২০ জন প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় শিগগিরই তাদের নিয়োগ দিয়ে গেজেট জারি করার পরিকল্পনা করেছিল। কিন্তু পিএসসি ঠিক নিয়োগ প্রক্রিয়া শুরুর আগে ২১ জনের সুপারিশ স্থগিত এবং দুইজনের প্রার্থিতা বাতিল করেছে।

আরও পড়ুন: ৪৭তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমডিসির মূল সনদ না থাকায় পিএসসি সাময়িকভাবে মনোনয়নকৃত প্রার্থীদের মধ্যে ২১ জন প্রার্থীর মনোনয়ন স্থগিত করেছে। এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত অতিসত্ত্বর জানিয়ে দেওয়া হবে।

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (MCQ) অনুষ্ঠিত হয় ১৮ জুলাই, ঢাকার ২৭টি কেন্দ্রে। এতে অংশগ্রহণ করেন মোট ৪১ হাজার ২৫ জন প্রার্থী। পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় ২০ জুলাই। ফলাফলে দেখা যায়, ৫ হাজার ২০৬ জন প্রার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে বিসিএস (স্বাস্থ্য) সহকারী সার্জন ক্যাটাগরিতে ৪ হাজার ৬৯৫ জন এবং বিসিএস (স্বাস্থ্য) সহকারী ডেন্টাল সার্জনে ৫১১ জন প্রার্থী উত্তীর্ণ হন।

পিএসসি সূত্রে জানা যায়, এই স্থগিত প্রার্থীদের বিষয়ে কমিশন প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়