৪৭তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

ফাইল ছবি
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৪ জন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) এ ফল প্রকাশ করা হয়।
গত ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হয় ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। এবারে অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।
আরও পড়ুন: নীলক্ষেতে ডাকসুর ব্যালট ছাপানোর বিষয়ে ব্যাখ্যা দিল ঢাবি প্রশাসন
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্যাডার পদে শূন্যপদ রয়েছে ৩ হাজার ৪৮৭টি এবং নন–ক্যাডার পদ ২০১টি। অর্থাৎ ক্যাডার ও নন–ক্যাডার মিলিয়ে মোট নিয়োগ দেওয়া হবে ৩ হাজার ৬৮৮ জনকে। এবারের বিসিএসে কয়েকটি নতুন পদও যুক্ত হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি