ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের স্বর্ণপদক জয়

ছবি: সংগৃহীত
সশরীর ও অনলাইন মিলিয়ে ২০টি দেশের ৯০ জন প্রতিযোগির অংশগ্রহণে শেষ হলো ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রনমি অলিম্পিয়াডের চতুর্থ আসর। ছয় সদস্যের বাংলাদেশ দল এতে অংশগ্রহণ করে।
রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয় এবং সিরিয়াস এডুকেশন সেন্টারের উদ্যোগে আয়োজন করা হয় এই অলিম্পিয়াডের। গত ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাশিয়ার উষ্ণতম শহর সোচির সিরিয়াস অলিম্পিক সিটিতে বসেছিল এই আন্তর্জাতিক আসরটি।
সমাপনী দিনে সিরিয়াস কনফারেন্স সেন্টারে রাশিয়ান শিক্ষাবিদ অধ্যাপক ড. ওলেগ মালাকভসহ রাশিয়ান শিক্ষা মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিদের উপস্থিতিতে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ফলাফল ঘোষণা এবং বিজয়ী প্রতিযোগিদের মাঝে সনদপত্র ও মেডেল প্রদান করা হয়।
বাংলাদেশের পক্ষে ১টি স্বর্ণপদক পেয়েছে পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় ও যশোরের দশম শ্রেণির শিক্ষার্থী মোঃ মখদুম আমিন ফাহিম।
দুটি রৌপ্য পদক পেয়েছে সপ্তর্ষি রহমান, এ লেভেল শিক্ষার্থী, হীড ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা এবং মো. রাদিত রাইয়ান, ১২ শ্রেণি, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা।
আরও পড়ুন: এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ঘোষণা
ব্রোঞ্জ পদক পেয়েছে মোঃ জুবায়ের হোসেন জিসান, ৮ম শ্রেণি, রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী।
এছাড়াও সায়ন্তন রায়, ৯ম শ্রেণি, সাউথ হেরাল্ড ইংলিশ স্কুল,খুলনা পেয়েছে সম্মান সূচক স্বীকৃতি।
বাংলাদেশের শিক্ষার্থীদের এই সাফল্যের সংবাদে বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড জাতীয় কমিটির পরিচালক শাহপার আলম বিজয়ীদের অভিনন্দন জানান। শাহপার আলম বলেন, বিজয়ীদের বরণ করে নেবার জন্য ২৮ সেপ্টেম্বর বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড দল পৌঁছালে তাদের সম্বর্ধনা প্রদান করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এনডি