News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৩০, ২৬ সেপ্টেম্বর ২০২৫

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ঘোষণা

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ঘোষণা

ফাইল ছবি

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হতে পারে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী আগামী ১৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করতে হবে।

ফল প্রকাশের নির্ধারিত সময়সীমার মধ্যে ফলাফল দিতে বোর্ডগুলো প্রস্তুত রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করে অধ্যাপক হায়দার বলেন, আশা করছি, এই সময়ের মধ্যেই এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।

আরও পড়ুন: দুর্গাপূজা উপলক্ষে স্কুল-কলেজ টানা ১২ দিনের ছুটি, প্রাথমিক ৯ দিনের

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন। নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ১৩ আগস্ট। তবে কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত করে পরবর্তী সময়ে পুনঃসূচি প্রকাশ করে নেয়ায় শেষ পর্যন্ত পরীক্ষা সমাপ্ত হয় ১৯ আগস্ট।

চলতি বছর মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ছিলেন ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং মেয়ে শিক্ষার্থী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ফলে কার্যত সোয়া ১২ লাখ শিক্ষার্থী এখন ফলাফলের অপেক্ষায় রয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়