দুর্গাপূজা উপলক্ষে স্কুল-কলেজ টানা ১২ দিনের ছুটি, প্রাথমিক ৯ দিনের

ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো টানা ১২ দিনের ছুটিতে যাবে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি ৯ দিন, আর সরকারি-বেসরকারি কলেজ ও টিটি কলেজে সাপ্তাহিক ছুটি সহ মোট ১৪ দিন ছুটি থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ছুটি শুরু হবে ২৮ সেপ্টেম্বর থেকে এবং চলবে ৭ অক্টোবর পর্যন্ত, যার মধ্যে সাপ্তাহিক ছুটি দুই দিন অন্তর্ভুক্ত। এছাড়া ২৬ ও ২৭ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) ও ৬ অক্টোবর লক্ষ্মীপূজার দিনও ঐচ্ছিক ছুটি হিসেবে গণ্য হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলো এই সময়ে বন্ধ থাকবে। ছুটির মধ্যে থাকবে দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রীশ্রী লক্ষ্মীপূজা।
আরও পড়ুন: ‘যে যখন, তখন তেমন’ নীতির অবসান চায় জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলন
শিক্ষা মন্ত্রণালয় ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত কোনো পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেয়নি, যাতে শিক্ষার্থীরা ছুটির সময় শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে।
নিউজবাংলাদেশ.কম/এসবি