News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৭, ২৯ অক্টোবর ২০১৯
আপডেট: ১৯:১৯, ১৪ ফেব্রুয়ারি ২০২০

নিলামে উঠছে স্বর্ণের তৈরি ১১৮ কোটি টাকার হাতঘড়ি

নিলামে উঠছে স্বর্ণের তৈরি ১১৮ কোটি টাকার হাতঘড়ি

নিলামে তোলা হচ্ছে ১৯৫০-এর দশকের বিরল এক হাতঘড়ি। বিলাসবহুল ঘড়িনির্মাতা প্রতিষ্ঠান সুইস কোম্পানির ‘পাটেক ফিলিপস’ ঘড়িটি ৭০ লাখ থেকে এক কোটি ৪০ লাখ মার্কিন ডলারে বিক্রি হবে বলে আশা করছে ক্রিস্টি। বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় ৫৯ থেকে ১১৮ কোটি টাকা।

সোমবার নিলামে ঘড়িটির কিছু অংশ সাংবাদিকদের সামনে প্রদর্শন করে ক্রিস্টি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়। হংকংয়ে আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টির উদ্যোগে ঘড়িটি নিলামে তোলা হচ্ছে।

১৮ ক্যারেট স্বর্ণে তৈরি গোলাপী-নীল রঙের এ ঘড়িটি প্রথমবার ইতালির মিলানে ১৭৭ বছরের পুরনো ঘড়ির দোকান ‘গোবি’তে বিক্রি করা হয়। তাই ঘড়িটিকে গোবি নামে ডাকা হচ্ছে।

নিলাম কর্তৃপক্ষ জানায়, এ বছর নিলামে আসা সব হাতঘড়ির মধ্যে এটিই সর্বোচ্চ মূল্যের। ২৭ নভেম্বর নিলামের দিনক্ষণ ঠিক করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়