News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৪১, ১৩ মে ২০১৫
আপডেট: ১১:০৭, ১৯ জানুয়ারি ২০২০

কুষ্টিয়ায় সংঘর্ষে নিহত ১

কুষ্টিয়ায় সংঘর্ষে নিহত ১

কুষ্টিয়া: কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আমিরুল মন্ডল (৪৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ১০ জন। তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকাল ৭টার দিকে সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের বারুইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমিরুল ওই এলাকার বাদল মন্ডলের ছেলে।

জানা গেছে, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সকালে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন গ্রুপ ও সুলতান গ্রুপের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষের এক পর্যায়ে সুলতান গ্রুপের লোকজন আমিরুলকে মারাত্মক জখম করে। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়