News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:১৬, ২২ এপ্রিল ২০১৫
আপডেট: ১২:০৮, ১ ফেব্রুয়ারি ২০২০

মৎস্য জরিপ, মুক্তা চাষে চীনের সাহায্য চায় বাংলাদেশ

মৎস্য জরিপ, মুক্তা চাষে চীনের সাহায্য চায় বাংলাদেশ

ঢাকা: বাংলাদেশের সমুদ্র সীমায় মৎস্য সম্পদের জরিপ, সংরক্ষণ এবং অন্য দেশের জেলেদের অনুপ্রবেশ বন্ধ, উন্নত মানের মুক্তা চাষে চীনের প্রযুক্তিগত সহযোগিতা চেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।

বুধবার বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ম্যা মিংকিয়াং এর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকালে মন্ত্রী এ সহযোগিতা চান।

সমুদ্র এলাকায় মৎস্য সম্পদের জরিপ, সংরক্ষণ, মুক্তা চাষ, চীনের মূল উৎস্য থেকে সিলভার জাতীয় মাছের জিন আমদানি এবং প্রাণিসম্পদ বিশেষ করে চিড়িয়াখানার উন্নয়নে চীন বাংলাদেশকে সহযোগিতা করতে পারে বলে মন্ত্রী রাষ্ট্রদূতকে অবহিত করেন।

সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় সমুদ্র বিজয়ের পর বাংলাদেশের সমুদ্র সীমানার ভিতরে মৎস্য সম্পদের অবস্থান জরিপ,পার্শ্ববর্তী দেশের জেলেদের অবৈধভাবে বাংলাদেশ সীমানায় ঢুকে  মাছ ধরা রোধে চীন সহযোগিতা করতে পারে।

মন্ত্রী বলেন, চীনের ঝিনুকের আকার বড় হওয়ায় মানসম্পন্ন মুক্তা আহরণ করা যায়। সরকার চীন থেকে বড় ঝিনুক আমদানি করতে চায়।

তিনি আরও বলেন, নিরাপদ আমিষের চাহিদা পূরণে সিলভার জাতীয় মাছের মূল উৎস চীনের আমুর নদী থেকে সরকার নতুন করে সিলভার জাতীয় মাছের জিন আমাদানি করতে চায়। দীর্ঘদিন আগে চীন থেকে সিলভার জাতীয় মাছের জিন সংগ্রহ করা হয়। বর্তমানে এ মাছের প্রবৃদ্ধি ও গুণগত মান বৃদ্ধির জন্য মূল উৎস থেকে জিন সংগ্রহ প্রয়োজন।

চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের আগ্রহের প্রতি ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন এবং শিগগিরই সরকারের সাথে আলোচনা সাপেক্ষে মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নের সহযোগিতার বিষয়ে জানানো হবে বলে মন্ত্রীকে অবহিত করেন।

রাষ্ট্রদূত এ বিষয় নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে চীনা দূতাবাসের রাজনৈতিক শাখার পরিচালক হু হাইলিয়াং এবং বাণিজ্যিক শাখার সচিব ইয়াই কুইচেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায় এ সময় উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়