News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৫, ১৪ সেপ্টেম্বর ২০২৫

“মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য, চাকরির জন্য নয়”

“মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য, চাকরির জন্য নয়”

ছবি: সংগৃহীত

উদ্যোক্তা সৃষ্টির আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ কারও চাকরি করার জন্য আসেনি। মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজেই সেদিকে যেন আমরা যেতে পারি, সবাইকে সেই সুযোগ যেন দিতে পারি।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস বলেন, বর্তমানে মানুষ নানা ধরনের উদ্যোক্তা হিসেবে কাজ করছে। যদিও এর কোনো পূর্ণাঙ্গ তালিকা নেই, তবে নতুন সুযোগ অবিরত সৃষ্টি হচ্ছে। এর বড় কারণ প্রযুক্তি। 

তিনি বলেন, প্রযুক্তি আমাদেরকে সমস্ত কাজে একেবারে বিশ্বের সঙ্গে যুক্ত করে দিয়েছে। এখন প্রযুক্তিকে ব্যবহার করার সময় এসেছে।

আরও পড়ুন: ৮ বছরে শিক্ষিত তরুণদের বেকারত্ব বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ

তিনি আরও বলেন, প্রতিটি মানুষকে তার নিজস্ব সক্ষমতার ভিত্তিতে যেখানে যেতে চায় সেখানে পৌঁছানোর সুযোগ করে দিতে হবে। এ প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, নতুন ভবন থেকে পিকেএসএফ একটি নতুন যাত্রা শুরু করবে এবং দেশের মানুষকে আরও বেশি সুযোগ দিতে পারবে।

প্রধান উপদেষ্টা প্রযুক্তিকে উদ্যোক্তা সৃষ্টির অন্যতম চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করেন। তাঁর মতে, প্রযুক্তির কারণে বড় ধরনের সুযোগ তৈরি হচ্ছে, যা সবার জন্য বিশ্ববাজারে অংশগ্রহণের নতুন দিগন্ত খুলে দিচ্ছে।

দেশের মানুষকে উদ্যোক্তা হওয়ার উপযোগী পরিবেশ তৈরিতে বিনিয়োগ সহায়তা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন অধ্যাপক ইউনূস। 

তিনি বলেন, আমরা চাই, প্রতিটি মানুষ তার নিজস্ব সক্ষমতা অনুযায়ী এগিয়ে যাক। পিকেএসএফ যেন এই যাত্রায় সহায়ক ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়