ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘের সামনে ইহুদিদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত
জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন উপলক্ষ্যে নিউইয়র্কের ম্যানহাটানে জাতিসংঘ ভবনের সামনে দুই সপ্তাহ ধরে ইহুদিরা ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলবিরোধী প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ইহুদি র্যাবাইরা (ধর্মীয় নেতা) গাজায় যুদ্ধ বন্ধ ও ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে আন্দোলন করেছেন।
প্রতিবাদে অংশ নেওয়া এক তরুণ র্যাবাই সংবাদমাধ্যমকে বলেন, আমরা ইহুদি ধর্মাবলম্বীরা ফিলিস্তিনের পক্ষে এখানে সমবেত হয়েছি। গাজায় যুদ্ধে ইসরায়েল শুরু থেকেই মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করছে। আমরা তার বিরোধিতা করতে প্রতিদিন এখানে জড়ো হচ্ছি।
জাতিসংঘ অধিবেশনের প্রাথমিক কার্যক্রম ৯ সেপ্টেম্বর শুরু হয়। তখন থেকে ৩০ জন ইহুদি ধর্মীয় প্রতিনিধির অংশগ্রহণে প্রতিদিন এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বিক্ষোভকারীরা ঘণ্টা বাজিয়ে তাদের অবস্থানের জানান দিচ্ছেন এবং হাতে থাকা প্ল্যাকার্ডে ইসরায়েলবিরোধী স্লোগান লিখে রাখছেন।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় জমজ শিশু ও ৩ সাংবাদিকসহ নিহত ৫১
এক র্যাবাই তার বক্তব্যে বলেন, আমি একজন ইহুদি র্যাবাই এবং আমরা সবাই সারা বিশ্বের সেই সব ইহুদিদের পক্ষ থেকে এখানে দাঁড়িয়েছি, যারা এই যুদ্ধ নিয়ে বিব্রত। যারা এই যুদ্ধের বিপক্ষে। যারা এই যুদ্ধের জন্য নানা সমস্যায় পড়ছেন। নেতানিয়াহু তার নিজের স্বার্থে যুদ্ধের জন্য ইহুদি ধর্মকে পরিকল্পিতভাবে ব্যবহার করছেন।
২৩ সেপ্টেম্বর থেকে জাতিসংঘের সাধারণ অধিবেশনের মূল পর্ব ‘হাই-লেভেল জেনারেল ডিবেট’ শুরু হবে এবং ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এতে বিশ্বের ১৯৩টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। এই সময়ের মধ্যে ফিলিস্তিনের পক্ষে ইহুদিদের প্রতিবাদ কর্মসূচিও অব্যাহত থাকবে।
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের পক্ষে ইসরাইলবিরোধী বিক্ষোভের জেরে ২০২৪ সাল থেকে এ পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ গ্রেফতার হয়েছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকটিভিস্ট মাহমুদ খলিলের গ্রিন কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে এবং অন্তত ৩০০ জনের ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। তবে জাতিসংঘের সামনে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশ থেকে এখন পর্যন্ত কাউকে আটক করার খবর পাওয়া যায়নি।
নিউজবাংলাদেশ.কম/পলি