News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৮, ১৬ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ০৮:২৯, ১৬ সেপ্টেম্বর ২০২৫

গাজায় ইসরায়েলি হামলায় জমজ শিশু ও ৩ সাংবাদিকসহ নিহত ৫১

গাজায় ইসরায়েলি হামলায় জমজ শিশু ও ৩ সাংবাদিকসহ নিহত ৫১

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে ইসরায়েলের টানা বিমান হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে জমজ শিশু ও তিন সাংবাদিকও রয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত টানা বোমাবর্ষণে এই প্রাণহানি ঘটে।

বুধবার (১৬ সেপ্টেম্বর)  আল জাজিজার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন থেকে বলা হয়েছে, ইসরায়েল গাজা সিটির সর্বোচ্চ আবাসিক ভবন আল-ঘাফরি হাইরাইজ ধ্বংস করেছে। হামলার কারণে লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন।

জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক বিশেষ র‌্যাপোর্টার ফ্রান্সেসকা আলবানিজে অভিযোগ করেছেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক উৎখাত করতে ইসরায়েল অপ্রচলিত অস্ত্র ব্যবহার করছে।

ইসরায়েলি টিভি চ্যানেল ১২ জানায়, গাজা সিটির উত্তর ও পশ্চিমাঞ্চলে ‘অস্বাভাবিক তীব্র হামলা’ চালানো হয়েছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের তথ্যমতে, গত কয়েক সপ্তাহে অন্তত ৫০টি বহুতল ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। শুধু জায়তুন এলাকায় আগস্টের শুরু থেকে ধ্বংস হয়েছে ১ হাজার ৫০০’র বেশি বাড়িঘর।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যমে টানা তৃতীয় দিনের মতো হামলার ভিডিও প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, “সন্ত্রাসের টাওয়ার সমুদ্রে ভেঙে পড়েছে।” তবে ভবনটি হামাসের ব্যবহৃত ছিল- এমন কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি।

আরও পড়ুন: যুক্তরাজ্যের রয়েল কলেজ অব ডিফেন্সে নিষিদ্ধ ইসরায়েলি সেনা

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নিহত ৫১ জনের মধ্যে রয়েছেন ছয় বছর বয়সী জমজ শিশু। এছাড়া পৃথক হামলায় নিহত সাংবাদিকরা হলেন- প্রতিবেদক মোহাম্মদ আল-কুইফি (নাসর এলাকা), ফটোগ্রাফার ও সম্প্রচার প্রকৌশলী আইমান হানিয়ে, সাংবাদিক ইমান আল-জামিলি। 

এ নিয়ে চলমান যুদ্ধে নিহত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীর সংখ্যা প্রায় ২৮০ জনে দাঁড়াল। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, সাংবাদিকদের জন্য এটি এখন পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ।

২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৬৪ হাজার ৯০৫ ফিলিস্তিনি নিহত এবং আরও ১ লাখ ৬৪ হাজার ৯২৬ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও অগণিত মরদেহ চাপা রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়