News Bangladesh

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৫, ১৬ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৩:১৫, ১৬ সেপ্টেম্বর ২০২৫

চার দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ যুবকের

চার দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ যুবকের

সোলায়মান হোসাইন। ছবি: নিউজবাংলাদেশ

গত শনিবার (১৩ সেপ্টেম্বর) নিজ কর্মস্থল সাভারের আল-মুসলিম গার্মেন্টসে যাওয়ার পথে নিখোঁজ হন সোলায়মান হোসাইন (২২) নামের এক যুবক। নিখোঁজের চার দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। পরিবার এখন চরম উৎকণ্ঠায় দিন পার করছে।

নিখোঁজ সোলাইমানের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর গ্রামে। তার বাবা ইসমাইল হোসেন একজন ব্যবসায়ী এবং চাচা হামিদুল ইসলাম আল-মুসলীম গার্মেন্টস এর এজিএম। 

সে সাভারের গেন্ডা এলাকায় চুন্নু মিয়ার ভাড়া বাসায় থাকতেন। 

নিখোঁজের দিন শনিবার দুপুরে কর্মস্থল থেকে দুপুরের খাবারের জন্য বের হন সোলায়মান। এরপর থেকে তার আর কোনো সন্ধান মেলেনি। 

চাচা হামিদুল ইসলাম জানান, সোলায়মান বের হওয়ার আগে সে কর্মস্থলে স্বাভাবিকভাবেই ছিলো। দুপুরের খাবারের জন্য বের হয়ে আর ফেরেনি। রাতে বাসায় না ফেরায় উদ্বিগ্ন হয়ে সন্ধ্যায় ফোন করি, তখন থেকেই ফোন বন্ধ পাই। তিনি আরও বলেন, এ বিষয়ে সাভার থানায় একটি জিডি করি (জিডি নম্বর-১২৫৫)। 

চাচা হামিদুল ইসলাম ও পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ সোলাইমানের কোনো আর্থিক লেনদেন-সংক্রান্ত জটিলতা, পারিবারিক বিরোধ বা ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল না। এমনকি তার কর্মস্থলে কারো সাথেও কোনো বিরোধ ছিল না।

আরও পড়ুন: ভাঙ্গায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় সব ব্যবস্থা নেওয়া হবে: ডিআইজি

বাবা ইসমাইল হোসেন বলেন, আমার ছেলের কোনো শত্রু নেই। তার মতো সৎ মানুষকে কেউ কেন কষ্ট দেবে জানি না। আমি শুধু চাই, আমার বাবা নিরাপদে ফিরে আসুক। আমরা খুব দুশ্চিন্তায় আছি।

এ বিষয়ে জানতে চাইলে জিডির তদন্তকারী কর্মকর্তা, সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, অনুসন্ধানে এখন পর্যন্ত নিখোঁজের পেছনের কোন সূত্র পাওয়া যায়নি। তদন্ত চলমান রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়