News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৪৩, ১৬ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীতে ছিনতাইয়ের নতুন বাহন অটোরিকশা

রাজধানীতে ছিনতাইয়ের নতুন বাহন অটোরিকশা

ছবি: সংগৃহীত

রাজধানীজুড়ে ছিনতাইকারীদের দৌরাত্ম্য নতুন মাত্রা পেয়েছে। এবার তাদের প্রধান বাহন হয়ে উঠেছে ব্যাটারিচালিত অটোরিকশা। কখনো যাত্রীর বেশে, কখনো চালকের ছদ্মবেশে—এই বাহনে চড়ে তারা চালাচ্ছে ভয়ংকর অপতৎপরতা। অভিনব এই কৌশলের কাছে দিশেহারা পুলিশও।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটছে ঠিক এই অটোরিকশাগুলো ব্যবহার করেই। নির্জন সড়কে ধীরগতিতে চলা অটো ঘিরে ধরছে দেশীয় অস্ত্রধারী ছিনতাইকারীরা, লুটে নিচ্ছে সর্বস্ব, তারপর আবার সেই অটোতেই পালিয়ে যাচ্ছে।

৩১ আগস্ট ভোর ৬টায় মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকায় ঘটে এমনই একটি ঘটনা। বসিলা গার্ডেন সিটির বাসিন্দা নাগর রায় গ্রামের বাড়ি থেকে ফেরার পথে একটি অটোরিকশায় ওঠেন। অটো থামার সঙ্গে সঙ্গে পেছন থেকে ছুটে আসে দুই যুবক। কোমর থেকে বের করে চকচকে চাপাতি, যা গলায় ঠেকিয়ে লুটে নেয় তার মোবাইল, মানিব্যাগসহ সব কিছু।

অদ্ভুত বিষয় হলো, সেই সময় পাশেই দাঁড়িয়ে ছিল আরও দুটি অটোরিকশা, কিন্তু কেউ প্রতিবাদ করেনি। বরং যে অটোতে নাগর রায় এসেছিলেন, সেই অটোই ছিনতাইকারীদের নিয়ে বেরিয়ে পড়ে নতুন শিকারের সন্ধানে।

আরও পড়ুন: মোহাম্মদপুরে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, গ্রেফতার ৪

কয়েক মাস আগের একটি সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, নির্জন সড়কে ধীরগতিতে চলা একটি অটোরিকশার চারপাশে তিনজন দেশীয় অস্ত্রধারী ছিনতাইকারী ঘিরে রাখে এক যুবককে। কিছুক্ষণ পর সেই অটো আবার ফিরে আসে। ছিনতাইকারীরা যুবকের সবকিছু লুটে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

গোয়েন্দা সূত্র জানায়, আগে মোটরসাইকেল ছিল ছিনতাইকারীদের পছন্দের বাহন। এখন তারা ঝুঁকছে ব্যাটারিচালিত অটোরিকশার দিকে। এই বাহন সহজে নজর এড়ায়, আবার যাত্রী পরিবহনের ছদ্মবেশে অপরাধ সংঘটনের সুযোগও বেশি।

পুলিশ জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বাড়ানো হয়েছে। নজরদারি জোরদার করা হয়েছে, তবে অপরাধীরা যেভাবে কৌশল বদলাচ্ছে, তাতে তাদের শনাক্ত করাও হয়ে উঠছে কঠিন।

রাজধানীবাসী এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। দিনে-দুপুরেও ছিনতাইয়ের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে নির্জন সড়ক, ভোর কিংবা গভীর রাত—এই সময়গুলোতে অটোরিকশায় যাত্রা করার সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গোয়েন্দা বিভাগ বলছে, সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি পুলিশের তৎপরতা আরও বাড়ানো জরুরি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়