সখীপুর উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজুকে অব্যাহতি

সাবেক সভাপতি শাজাহান সাজু, ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন
টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজুকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজিম মাস্টারকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে শাজাহান সাজুকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার স্থলে নাজিম মাস্টার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
শাজাহান সাজুকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে জানতে চাইলে নাজিম মাস্টার বলেন, ঠিক কী কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে আমরা তা বলতে পারছি না। হয়তোবা গোয়েন্দা সংস্থার কেউ কেন্দ্রে তার বিরুদ্ধে অভিযোগ করেছে। যার কারণে তাকে সরানো হয়েছে।
আরও পড়ুন: সখীপুরে বজ্রপাত রোধে সড়কের দুইপাশে তালের বীজ রোপণ
অন্যদিকে, বিএনপির একটি সূত্র জানায়, দেশের বিভিন্ন স্থানে দলের একাধিক নেতা-কর্মীর সঙ্গে অপকর্মের অভিযোগ উঠছিল। কেন্দ্রীয় বিএনপি এসব অভিযোগ তদন্ত করে, এবং দোষী প্রমাণিত হওয়ায় শাজাহান সাজুকে দল থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।
সখীপুর উপজেলা বিএনপির একাধিক নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাধারণ মানুষের পাশাপাশি খোদ বিএনপির নেতাকর্মীরাও শাজাহান সাজুর উপর বিরক্ত হয়ে পড়েছেন। তার কারণে সখীপুরে দলের ভোটও ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী শাজাহান সাজুকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতির বিষয়ে জানতে চাইলে শাজাহান সাজু বলেন, এ সংক্রান্ত কোনো চিঠি তিনি এখনো পাননি।
নিউজবাংলাদেশ.কম/পলি