রাজধানীর বনশ্রীতে ছুরিকাঘাতে নিহত ১
ঢাকা: রাজধানীর বনশ্রীতে রাত সাড়ে ৯টায় দুর্বৃত্তদের চাপাতি ও ছুরিকাঘাতে মো. কাজল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত কাজল আফতাব নগর-বনশ্রীর ৪ নম্বর ঘাটের ইজাদার মো. আরিফের অধীনে টোল আদায় করতেন।
নিহত কাজলের পিতার নাম আব্দুল মতিন। তার বাড়ি চাপাইনবাবগঞ্জ।
ইজারাদার আরিফ নিউজবাংলাদেশকে জানায়, রাত ৯টার দিকে বনশ্রী ফরাজী হাসপাতালের সামনে তিন চারজন দুর্রৃত্ত কাজলের মাথায় চাপাতি দিয়ে আঘাত করে। এসময় তার পেটেও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এতে সে মারাত্নকভাবে আহত হয়।
পরে খবর পেয়ে আরিফসহ তার তিন সহকর্মী তাকে গুরুতর অবস্থায় ফরাজী হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কাজল তার ভগ্নিপতি জুয়েলের সাথে বাড্ডার আনন্দরগর এলাকায় থাকতেন।
এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশক্যাম্প ইনচার্জ এসআই সেন্টু চন্দ্র দাস ইজারাদার আরিফসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন।
বাড্ডা থানার এস আই মোরশেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিউজবাংলাদেশ.কম/এএইচ/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








