দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতা করবে সুইজারল্যান্ড
ঢাকা: জলবায়ূ পরিবর্তনের বিরূপ প্রভাব ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে সুইজারল্যান্ড।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জোহানেস মারিয়াসি জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় এমন আশ্বাস দেন। এ সময় তরুণ সমাজকে রাজনীতি সচেতন হিসেবে গড়ে তোলার কথাও বলেন তিনি ।
সোমবার জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গেও সাক্ষাৎ করেন মারিয়াসি।
এ সময় মারিয়াসি বলেন, “তরুণরা শক্তির আধার। যেকোন দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তরুণ প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তারা ভবিষ্যৎ রাজনীতিতে অংশগ্রহণ করবে এবং দেশের নেতৃত্ব প্রদান করবে। তাই তাদেরকে তরুণ
বয়সেই রাজনীতি সচেতন করে তুলতে হবে যেন অদূর ভবিষ্যতে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সরাসরি যুক্ত হতে পারে। এ জন্য যথাযথ নীতি প্রণয়নের উপরও গুরুত্ব দিতে হবে।”
ক্ষমতায়ন নিশ্চিত করতে নারীকেও রাজনীতি এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অধিকভাবে যুক্ত করতে হবে বলে মন্তব্য করেন মারিয়াসি।
এ সময় স্পিকার বলেন, “বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ মানব-সম্পদে পরিণত করা সম্ভব। তরুণরা দেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ
লক্ষ্যে উপযুক্ত প্রশিক্ষণ, সেমিনার-সিম্পোজিয়ামের মাধ্যমে তরুণ প্রজন্মকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে বাংলাদেশ কাজ করে যাচ্ছে।”
নিউজবাংলাদেশ.কম/এমএ/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








