News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৯, ১০ অক্টোবর ২০২৫

উখিয়া সীমান্তের ওপারে গোলাগুলি, একজন গুলিবিদ্ধ

উখিয়া সীমান্তের ওপারে গোলাগুলি, একজন গুলিবিদ্ধ

ছবি: সংগৃহীত

সীমান্তের ওপারে মিয়ানমারের সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে আবারও প্রচণ্ড গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই সংঘর্ষ থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। টানা গুলিবর্ষণের কারণে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত যুবক মো. ইয়াসের (১৮), উখিয়া থাইংখালী ১২ নম্বর ক্যাম্পের জি-৫ ব্লকের মো. হাসুর ছেলে।

থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের আলী হোসেন জানান, বৃহস্পতিবার রাতে সীমান্তে গোলাগুলির মধ্যে হঠাৎ একটি গুলি ইয়াসেরের পেটের নিচে লেগে তিনি আহত হন।

উখিয়ার পালংখালি ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাত ১১টা থেকে ভোর পর্যন্ত থেমে থেমে প্রচণ্ড গোলাগুলি হয়েছে। এতে সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়, অনেকে রাতভর জেগে ছিলেন।

আরও পড়ুন: সাবেক সেনা সদস্যের স্ত্রী-মেয়েকে জবাই করে হত্যা, ৩০ ভরি স্বর্ণ লুট

উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “আমরা সতর্ক অবস্থানে আছি এবং পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বালুখালী বিওপির কাছে সীমান্তের ওপারে গুলির শব্দ পাওয়া গেছে।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়