চট্টগ্রামে মোটরসাইকেল আরোহীদের গুলিতে বিএনপি কর্মী নিহত

ছবি: সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মোটরসাইকেল আরোহী অস্ত্রধারীদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে আবদুল হাকিম (৫২) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা আরও একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট বাজারের পানি শোধনাগার মূল ফটকের সামনে এ ঘটনা ঘটেছে ।
নিহত আবদুল হাকিম চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দলটির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। তবে তিনি বিএনপির কোনো আনুষ্ঠানিক পদে ছিলেন না। আবদুল হাকিম পেশায় ভেষজ পণ্যের ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে আবদুল হাকিম তাঁর গ্রামের বাড়ি থেকে ব্যক্তিগত গাড়িতে একজন সঙ্গীকে নিয়ে চট্টগ্রাম নগরের উদ্দেশে রওনা হন। তিনি গাড়ির চালকের পাশের আসনে বসা ছিলেন।
মদুনাঘাট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা একদল অস্ত্রধারী তাঁদের গাড়ির পিছু নেয়। পরে পানি শোধনাগার এলাকার সামনে গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে আবদুল হাকিমসহ গাড়িতে থাকা অপর ব্যক্তি গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবদুল হাকিমকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে কমছে নদ নদীর পানি, নিমজ্জিত ১৮শ হেক্টর জমির ফসল
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি