চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৫
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের আকবর শাহ এলাকার সিটি গেইট এলাকায় কাভার্ডভ্যান ও পিকআপের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (১৮ আগস্ট) ভোরে ফায়ার সার্ভিসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর ৪টা ৫৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে মাত্র ১০ মিনিটের মধ্যে আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
আরও পড়ুন: ভোলায় লঘুচাপের প্রভাবে ১০টি নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
স্টেশন থেকে দুর্ঘটনাস্থলের দূরত্ব প্রায় ৫ কিলোমিটার বলে জানায় ফায়ার সার্ভিস।
নিউজবাংলাদেশ.কম/এসবি








