দিনাজপুরে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত
ছবি: সংগৃহীত
দিনাজপুরের বিরামপুরে ট্রাকচাপায় একই পরিবারের মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বিরামপুর-দিনাজপুর মহাসড়কের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিরামপুর পৌর এলাকার ধানগড়া গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী কহিনুর বেগম (২৭) এবং দুই মাস বয়সী কন্যা রিশাত কাইফ।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, গোলাম রব্বানী মোটরসাইকেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে যাচ্ছিলেন। পথে সোনালী ব্যাংকের সামনে মা-মেয়ে ছিটকে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাদের পিষ্ট করে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: নোয়াখালীতে চাঁদা না পেয়ে ভূমিহীনদের চাষাবাদ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘাতক ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








