News Bangladesh

খুলনা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৭, ২ আগস্ট ২০২৫

খুলনায় ভ্যান চালককে কুপিয়ে হত্যা 

খুলনায় ভ্যান চালককে কুপিয়ে হত্যা 

প্রতীকী ছবি

খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দন প্রতাপ এলাকায় আল-আমীন শিকদার (৩৩) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

নিহত আল আমিন ওই গ্রামের কাওসার শিকদারের পুত্র।

শনিবার (২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে দিঘলিয়ার কামারগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জামিল।

তিনি বলেন, শনিবার  ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের শ্যালক মো. রবিউল ইসলাম বলেন, 'আল-আমিনকে কুপিয়ে হত্যার পর আমার বোন রিপা তাকে উদ্ধার করে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।'

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত (ব্রড ডেড) ঘোষণা করেন।

আরও পড়ুন: কুড়িগ্রাম গত তিন মাসে পাঁচ কোটি টাকার মাদকদ্রব্যসহ গ্রেফতার ১৪

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌ল ম‌র্গে র‌য়ে‌ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়