সিলেটে প্রেমিক যুগলের আত্মহত্যা
সিলেটের গোয়াইনঘাটে এক রশিতে ঝুলে আত্মহত্যা করেছে এক প্রেমিক যুগল । ভালোবাসার সম্পর্ক দুই পরিবার মেনে না নেয়ায় তারা আত্মহত্যা করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সোমবার সকালে গোয়াইনঘাটের গুলমি চা বাগানের ১৯নং সেকশনের একটি টিলার উপর গাছে ঝুলন্ত অবস্থায় তাদের লাশ পাওয়া যায়।
আত্মহননকারীরা হচ্ছে, গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়নের গুলমী চা বাগানের নতুন লাইনের বাসিন্দা সুনীল ভূমিজের ছেলে সাগর ভূমিজ (১৮) ও মন্টু মুন্ডার মেয়ে সুরতী মুন্ডা (১৮)।
জানা যায়, সাগর ও সুরতীর সম্পর্ক দুই পরিবার মেনে নেয়নি। সম্প্রতি সুরতীর পরিবার তার বিয়ে অন্যত্র ঠিক করা হয়। আগামী শুক্রবার তার বিয়ের দিন ধার্য্য ছিল।
রবিবার রাত ৩টায় সাগর ও সুরতী ঘর থেকে বের হয়। রাতে দুই পরিবারের সদস্যরা তাদেরকে খোঁজে পাননি। সকালে বাগানের শ্রমিকরা কাজে গেলে ১৯নং সেকশনের একটি টিলার উপর কাঠাল গাছের সাথে এক দড়িতে ঝুলন্ত অবস্থায় তাদের লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
গোয়াইনঘাট থানার ওসি আবদুল হাই জানান, খবর পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
/সিডি
নিউজবাংলাদেশ.কম








