মহেশপুরে গৃহবধূর লাশ উদ্ধার
ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার শিবানন্দপুর গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। গৃহবধূ নাম রূপবান (৩০)। তিনি ওই গ্রামের সানাউল মণ্ডলের স্ত্রী।
মহেশপুর থানার ওসি লিয়াকত হোসেন জানান, জেলার মহেশপুরের শিবানন্দপুর গ্রামের সানাউল মণ্ডলের বাড়িতে তার স্ত্রী রূপবানের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
তবে কি কারণে, কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানাতে পারেনি পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
১৫ বছর আগে মহেশপুরের শিবানন্দপুর গ্রামের সানাউল মণ্ডলের সঙ্গে রূপবানের বিয়ে হয়।
নিউজবাংলাদেশ.কম/ এফএ
নিউজবাংলাদেশ.কম








