ফার্মগেটে আবার কম্পন, আগারগাঁও–শাহবাগ অংশে বন্ধ মেট্রোরেল
ফাইল ছবি
রাজধানীতে মেট্রোরেল যাত্রীদের জন্য বড় দুঃসংবাদ এসেছে। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বুধবার (২৯ অক্টোবর) রাত সোয়া ৯টার পর থেকে আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, ফার্মগেট এলাকায় মেট্রোরেলের উড়ালপথে আগের দুর্ঘটনাস্থলে আবারও হালকা কম্পন অনুভূত হয়। ওই অংশ অতিক্রমের সময় চালক বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে নিরাপত্তার স্বার্থে আগারগাঁও–শাহবাগ অংশে মেট্রোরেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএমটিসিএলের কর্মকর্তারা জানান, যাত্রীদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যান্ত্রিক পরীক্ষা ও পরিদর্শন শেষে সবকিছু স্বাভাবিক থাকলে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে নিয়মিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলবে।
বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও এবং মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে। সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ৯টায় এবং মতিঝিল থেকে শেষ ট্রেন ছেড়ে যায় রাত ১০টা ১০ মিনিটে। ফলে বুধবার রাতে আগারগাঁও–শাহবাগ অংশে ট্রেন চলাচল আর শুরু না হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানায় ডিএমটিসিএল সূত্র।
এর আগে গত রবিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশে পিলার ও উড়ালপথের সংযোগে থাকা একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এতে নিচ দিয়ে হাঁটার সময় আবুল কালাম (৩৫) নামের এক পথচারী নিহত হন। দুর্ঘটনার পরপরই পুরো রুটে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।
আরও পড়ুন: যে কারণে খুলে পড়ল মেট্রোরেলের বিয়ারিং প্যাড
পরবর্তীতে ওইদিন বিকেল তিনটার দিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এবং সন্ধ্যা সোয়া সাতটার দিকে মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চলাচল পুনরায় চালু হয়। সোমবার সকাল থেকে পুরো রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।
তবে দুর্ঘটনার পর থেকে সতর্কতার অংশ হিসেবে ফার্মগেট এলাকার দুর্ঘটনাস্থল অতিক্রমের সময় ট্রেন ধীরগতিতে চালানো হচ্ছিল বলে জানিয়েছে ডিএমটিসিএলের একাধিক কর্মকর্তা।
তাদের ভাষায়, ওই স্থানে কম্পন পর্যবেক্ষণ করেই ট্রেনের গতি সীমিত রাখা হয়েছিল।
বুধবার রাতে পুনরায় কম্পন অনুভূত হওয়ার বিষয়টি নিয়ে ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানায়, এটি যান্ত্রিক সমস্যা না হলেও নিরাপত্তা নিশ্চিত না করে ট্রেন চালানো হবে না।
সংস্থাটির এক কর্মকর্তা বলেন, চালক সামান্য কম্পন টের পাওয়ার সঙ্গে সঙ্গেই ট্রেন থামানো হয়। আমরা চাই না সামান্য ঝুঁকিও নেওয়া হোক। সুরক্ষা নিশ্চিত করেই পুনরায় ট্রেন চলবে।
মেট্রোরেলের আগারগাঁও–শাহবাগ অংশের স্থগিত যাত্রীসেবা রাজধানীর অফিসযাত্রী ও নিয়মিত যাত্রীদের কিছুটা ভোগান্তিতে ফেলেছে।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, বিকল্প রুটে (উত্তরা–আগারগাঁও ও মতিঝিল–শাহবাগ) ট্রেন চলাচল স্বাভাবিক থাকায় যাত্রীদের যাতায়াত আংশিকভাবে বজায় আছে।
ফার্মগেটের দুর্ঘটনার ঘটনায় গঠিত তদন্ত কমিটি ইতিমধ্যে তাদের কাজ শুরু করেছে। বিশেষজ্ঞরা উড়ালপথের বিয়ারিং প্যাড, কম্পন শোষণ ব্যবস্থা ও কাঠামোগত ভারবহনক্ষমতা পরীক্ষা করছেন।
রাজধানীর গুরুত্বপূর্ণ গণপরিবহন প্রকল্প মেট্রোরেলের নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করতে ডিএমটিসিএল কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার। প্রয়োজন হলে আংশিক বন্ধ রাখা হবে, কিন্তু ঝুঁকি নিয়ে ট্রেন চালানো হবে না।
নিউজবাংলাদেশ.কম/পলি








