News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৭, ১৩ অক্টোবর ২০২৫
আপডেট: ১৪:৪৪, ১৩ অক্টোবর ২০২৫

চমেক হাসপাতালে এসি বিস্ফোরণ, ৩ কর্মচারী দগ্ধ

চমেক হাসপাতালে এসি বিস্ফোরণ,  ৩ কর্মচারী দগ্ধ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মেরামতের সময় একটি এসি বিস্ফোরণের ঘটনায় তিন  কর্মচারী দগ্ধ হয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. শওকত, মো. মিশকাত ও মো. তানভীর। তারা তিনজনই গণপূর্ত বিভাগের আউটসোর্সিং কর্মচারী।

দগ্ধদের মধ্যে দুজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে, আর একজনকে নেওয়া হয়েছে আইসিইউতে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট খেয়ে ৬ জনের মৃত্যু

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, “সকালে গাইনি ওয়ার্ডে এসি মেরামতের কাজ চলার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে তিনজন শ্রমিক দগ্ধ হন। প্রথমে তাদের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে নেওয়া হয়, পরে একজনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়