News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪১, ১৩ অক্টোবর ২০২৫
আপডেট: ০৮:৪২, ১৩ অক্টোবর ২০২৫

চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট খেয়ে ৬ জনের মৃত্যু

চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট খেয়ে ৬ জনের মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ বাজার এলাকায় বিষাক্ত স্পিরিট পানে ছয়জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় আরও তিনজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার (১২ অক্টোবর) রাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের।

তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে ডিঙ্গেদহ বাজার এলাকায় কয়েকজন মিলে স্পিরিট পান করেন। এরপর একে একে ছয়জনের মৃত্যু হয়। রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেলে ঘটনাটি প্রকাশ্যে আসে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

নিহতরা হলেন, নফরকান্তি গ্রামের ভ্যানচালক খেদের আলী (৪০), খেজুরা গ্রামের মাছ ব্যবসায়ী মোহাম্মদ সেলিম (৪০), পিরোজখালি গ্রামের ভ্যানচালক মোহাম্মদ লালটু ওরফে রিপু (৩০), শংকরচন্দ্র গ্রামের শ্রমিক মোহাম্মদ শহীদ (৪৫), ডিঙ্গেদহ গ্রামের মিল শ্রমিক মোহাম্মদ সামির (৫৫) এবং একই এলাকার শ্রমিক সরদার মোহাম্মদ লালটু (৫২)।

এছাড়া একই এলাকার দিনমজুর আলিম উদ্দিন আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয়রা জানান, ডিঙ্গেদহ বাজারে দীর্ঘদিন ধরে গোপনে স্পিরিট বিক্রি হয়ে আসছে। প্রশাসনের নজরদারির অভাবেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে তাদের অভিযোগ। কেউ প্রতিবাদ করলে হুমকিও দেওয়া হতো বলে জানান স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: বাস-র‍্যাবের গাড়ি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য দুলু মিয়া বলেন, “ডিঙ্গেদহ বাজারে একসঙ্গে কয়েকজন স্পিরিট পান করেছিলেন। আমার ওয়ার্ডের দুজন মারা গেছেন। আরও কয়েকজনের মৃত্যুর খবর পেয়েছি।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়