News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪০, ১১ অক্টোবর ২০২৫

শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেলেন সাতক্ষীরার সুদীপ্ত দেবনাথ

শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেলেন সাতক্ষীরার সুদীপ্ত দেবনাথ

সুদীপ্ত দেবনাথ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিকভাবে খ্যাত শিশু অধিকার সম্মাননা ‘শিশু শান্তি পুরস্কার ২০২৫’-এর মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ (১৫)। উপকূলীয় অঞ্চলে শিশু অধিকার, জলবায়ু ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে তার নিরলস কাজের স্বীকৃতিস্বরূপ এই মর্যাদাপূর্ণ মনোনয়ন পেয়েছেন তিনি।

সুদীপ্ত দেবনাথ এ বছর সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন এবং বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তিনি শহরের মাস্টারপাড়া এলাকার যামিনী কুমার দেবনাথ ও সেঁজুতি দেবনাথ দম্পতির সন্তান। তার বাবা একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মা গৃহিণী।

প্রতিবছর নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত শিশু অধিকার সংস্থা ‘কিডসরাইটস ফাউন্ডেশন’ বিশ্বজুড়ে শিশু অধিকার রক্ষায় অসাধারণ অবদান রাখা তরুণদের এ পুরস্কারের জন্য মনোনীত করে।

গত তিন বছর ধরে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিক্ষাবঞ্চনা রোধে কাজ করে যাচ্ছেন সুদীপ্ত। তার নেতৃত্বে একাধিক বাল্যবিবাহ প্রতিরোধ হয়েছে এবং বহু পরিবার শিশু শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন হয়েছে।

শুধু মাঠপর্যায়ে নয়, অনলাইনেও তিনি সক্রিয় কণ্ঠস্বর। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শিশুদের নিরাপত্তা, শিক্ষা ও অধিকার’ বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন। আয়োজন করেছেন ওয়েবিনার, কর্মশালা ও ডিজিটাল ক্যাম্পেইন, যেখানে শত শত কিশোর-কিশোরী যুক্ত হয়েছে সমাজ পরিবর্তনের উদ্যোগে।

এ ছাড়া তিনি একজন দক্ষ বিতার্কিক, জেলার বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় একাধিকবার শ্রেষ্ঠ বক্তার পুরস্কার পেয়েছেন।

মনোনয়ন প্রসঙ্গে সুদীপ্ত দেবনাথ বলেন, “আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হওয়া আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। শিশুদের নিয়ে কাজ করতে আমি গর্ববোধ করি। ভবিষ্যতে আরও বড় পরিসরে তাদের কল্যাণে কাজ করতে চাই।”

তার বাবা যামিনী কুমার দেবনাথ বলেন, “ছোটবেলা থেকেই সুদীপ্ত অন্যায়ের বিরুদ্ধে সরব। সমাজের পিছিয়ে পড়া শিশুদের নিয়ে সে আন্তরিকভাবে কাজ করে। তার এই স্বীকৃতি আমাদের জন্য গর্বের।”

আরও পড়ুন: আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০

উল্লেখ্য, আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ শিশু অধিকার পুরস্কার। অতীতে মালালা ইউসুফজাই ও গ্রেটা থুনবার্গ-এর মতো শিশু অধিকার কর্মীরা এ পুরস্কার পেয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের সাতক্ষীরার সন্তান সুদীপ্ত দেবনাথ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়