News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩০, ১০ অক্টোবর ২০২৫

আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০

আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর বাজার এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত কয়েক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সহায়তা নিতে হয়েছে প্রশাসনকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের সূত্রপাত হয় বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে দুর্গাপুর ইউনিয়নের বড় বাড়ি ও মুন্সি বাড়ির লোকজনের মধ্যে একটি ফুটবল ম্যাচ চলাকালে। ম্যাচে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতেই উভয় পক্ষের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ হয়। পরদিন শুক্রবার সকাল থেকে আবারও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে অন্তত ৫০ জনের বেশি আহত হন বলে জানা গেছে। আহতদের স্থানীয় ক্লিনিক ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যায় দুর্গাপুর বাজার এলাকায়।

আরও পড়ুন: দশমিনায় মাদকাসক্ত যুবকের কোপে শিশু নিহত, আহত ৬

সংঘর্ষের খবর পেয়ে আশুগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায় পুলিশ। পরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়ার নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

ইউএনও রাফে মোহাম্মদ ছড়া বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে যাতে পুনরায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, দুই পক্ষের সংঘর্ষে অনেকেই আহত হয়েছেন। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং স্থানীয়দের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়