News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫১, ১০ অক্টোবর ২০২৫
আপডেট: ১০:৫১, ১০ অক্টোবর ২০২৫

সাবেক সেনা সদস্যের স্ত্রী-মেয়েকে জবাই করে হত্যা, ৩০ ভরি স্বর্ণ লুট

সাবেক সেনা সদস্যের স্ত্রী-মেয়েকে জবাই করে হত্যা, ৩০ ভরি স্বর্ণ লুট

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে দুর্বৃত্তদের হাতে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর খানবাড়িতে মা–মেয়ে জুলেখা বেগম (৫৫) ও তানহা আক্তার মীম (১৯)-কে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পুলিশের প্রাথমিক ধারণা, সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে এ হত্যাকাণ্ড ঘটে। একই সঙ্গে ঘরে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় ঘাতকরা।

নিহত জুলেখা বেগম অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও স্থানীয় ব্যবসায়ী মিজানুর রহমান মিজানের স্ত্রী। তিনি রামগঞ্জের সোনাপুর বাজারে ‘মিজান ক্রোকারিজ’-এর মালিক হিসেবে ব্যবসা পরিচালনা করেন। নিহত মীম ছিলেন রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

স্থানীয়রা জানান, ঘটনার সময় পরিবারের পুরুষ সদস্যরা সবাই বাজারে ছিলেন। বাড়িতে একমাত্র জুলেখা ও তার মেয়ে মীম ছিলেন। দুর্বৃত্তরা সেই সুযোগে ঘরে ঢুকে মা–মেয়েকে নির্মমভাবে জবাই করে হত্যা করে। পরে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়।

পরিবারের সদস্যরা বাজার থেকে ফিরে এসে রক্তাক্ত অবস্থায় মা–মেয়ের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।

আরও পড়ুন: খুলনায় পা‌রিবা‌রিক বি‌রো‌ধের জেরে খুন 

প্রত্যক্ষদর্শী ফারুক হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত ভয়াবহ। মা–মেয়েকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাড়িতে এখন অসংখ্য মানুষ আর পুলিশের উপস্থিতি।”

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী রাত ১২টার দিকে গণমাধ্যমকে জানান, “মা ও মেয়েকে জবাই করে হত্যার পর ঘাতকরা স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করেছে। আমরা ঘটনাস্থলে আছি, বিস্তারিত তদন্ত চলছে। খুব শিগগিরই অপরাধীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়