News Bangladesh

খুলনা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৭, ৯ অক্টোবর ২০২৫

খুলনায় পা‌রিবা‌রিক বি‌রো‌ধের জেরে খুন                          

খুলনায় পা‌রিবা‌রিক বি‌রো‌ধের জেরে খুন                          

খুন হওয়া সবুজ খানের পরিবারের আহাজারি। ছবি: নিউজবাংলাদেশ

নগরীর খালিশপুরে সবুজ খান (৬০) নামে এক ব‌্যক্তি‌কে কুপিয়ে হত্যা করেছে তার স্বজ‌নেরা। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে খালিশপুর হাউজিং বাজার এলাকায় পা‌রিবা‌রিক বিরো‌ধের জের ধ‌রে এ ঘটনা ঘটে।

খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সবুজ খা‌নের স্ত্রী ও শ‌্যা‌লিকার সা‌থে টাকা ও জ‌মি নি‌য়ে বি‌রোধ ছিল। এ নি‌য়ে আজ বেলা ১০টার দিকে দুই প‌রিবা‌রের ম‌ধ্যে বাক-‌বিতন্ডা হয়। এক পর্যা‌য়ে প্রতিপ‌ক্ষরা তা‌কে এলোপাতা‌ড়ি কু‌পি‌য়ে হত‌্যা ক‌রে। 

লাশ ময়না তদ‌ন্তের জন‌্য খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ ঘটনায় একজন‌কে আটক কর‌া হ‌য়ে‌ছে ব‌লে জানান তি‌নি। 

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়