News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৪৩, ১৭ আগস্ট ২০২৫

ভোলায় লঘুচাপের প্রভাবে ১০টি নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

ভোলায় লঘুচাপের প্রভাবে ১০টি নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে নদী উত্তাল হওয়ায় দুর্ঘটনা এড়াতে ভোলার ১০টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

লঞ্চ চলাচল বন্ধ থাকা নৌরুটের মধ্যে রয়েছে: ইলিশা-লক্ষ্মীপুর, দৌলতখান-আলেকজান্ডার, চরফ্যাশন-ঢাকা, হাতিয়া-ঢাকা, চরফ্যাশন-হাতিয়া, মনপুরা-ঢাকা, তজুমদ্দিন-মনপুরাসহ অন্যান্য রুট।

তবে কিছু রুটে চলাচল স্বাভাবিক রয়েছে, যেমন: ইলিশা-ঢাকা, খেয়াঘাট-ঢাকা, বোরহানউদ্দিন-ঢাকা, লালমোহন-ঢাকা, ঘোষেরহাট-ঢাকা ও ভেদুরিয়া-বরিশাল।

আরও পড়ুন: মহাখালীতে পেট্রোল পাম্পের আগুন নিয়ন্ত্রণে

রবিবার  (১৭ আগস্ট) সন্ধ্যায় ঢাকা পোস্টকে বিআইডব্লিউটিএ ভোলা নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. জসিম উদ্দিন বলেন, “আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী নদী উত্তাল। যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে বিকেল ৫টা থেকে এসব নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলাচল বন্ধ থাকবে। আবহাওয়ার আরও অবনতি হলে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করা হবে।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়