News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৩৮, ১৭ আগস্ট ২০২৫

মহাখালীতে পেট্রোল পাম্পের আগুন নিয়ন্ত্রণে

মহাখালীতে পেট্রোল পাম্পের আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে মোট ১১টি ইউনিট পাঠানো হয়। এর মধ্যে ৭টা ৪৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন

প্রত্যক্ষদর্শীরা জানান, তেলবাহী গাড়ি থেকে তেল নেওয়ার সময় আগুনের সূত্রপাত হয়। প্রথমে পাম্পের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করলেও দ্রুত তা ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়