News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:২২, ১৫ আগস্ট ২০২৫

শনিবার সড়কে চলাচলে ডিএমপির নির্দেশনা

শনিবার সড়কে চলাচলে ডিএমপির নির্দেশনা

ফাইল ছবি

শ্রীকৃষ্ণের জন্মদিন, জন্মাষ্টমী, উপলক্ষে আগামীকাল, শনিবার (১৬ আগস্ট), রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য শোভাযাত্রা। এই শোভাযাত্রার কারণে দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত ঢাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সীমিত থাকবে। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে নগরবাসীকে এই সময়ে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। 

একই সঙ্গে শোভাযাত্রায় অংশগ্রহণকারী এবং সাধারণ মানুষের জন্য বিশেষ কিছু নির্দেশনাও জারি করা হয়েছে।

জন্মাষ্টমীর মূল শোভাযাত্রাটি শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ্ পার্কে গিয়ে শেষ হবে। এই যাত্রাপথে রয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা, যার মধ্যে উল্লেখযোগ্য হলো—

শোভাযাত্রার রুট: ঢাকেশ্বরী জাতীয় মন্দির-পলাশী বাজার-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট-বঙ্গবাজার-ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন-গোলাপশাহ মাজার-গুলিস্তান মোড়-নবাবপুর রোড-রায় সাহেব বাজার মোড়-বাহাদুর শাহ্ পার্ক।

ডিএমপি জানিয়েছে, এই রুটে যানজট এড়াতে এবং শোভাযাত্রার নির্বিঘ্নতা নিশ্চিত করতে গাড়ি চালক ও ব্যবহারকারীদের জন্য বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এই রাস্তাগুলো এড়িয়ে চলা উচিত।

নিশ্ছিদ্র নিরাপত্তা এবং উৎসবের পরিবেশ বজায় রাখার জন্য ডিএমপি শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিরাপত্তা সংক্রান্ত নিয়মাবলী।

আরও পড়ুন: দিনাজপুরে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

১. নিরাপত্তা নির্দেশনা:

  • শোভাযাত্রার রুটে কোনো ধরনের যানবাহন পার্ক করা যাবে না।
  • নিরাপত্তার স্বার্থে হ্যান্ড ব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, পোঁটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, ক্ষয়কারক তরল, ব্লেড, দিয়াশলাই, গ্যাসলাইটার ইত্যাদি বহন করা যাবে না।

২. শৃঙ্খলা ও আচরণবিধি:

  • শোভাযাত্রা চলাকালে উচ্চস্বরে পিএ/সাউন্ড সিস্টেম বাজানো থেকে বিরত থাকতে হবে।
  • শোভাযাত্রায় যোগ দিতে ইচ্ছুক ব্যক্তিদের শুরুতেই অর্থাৎ ঢাকেশ্বরী মন্দিরে এসে মিলিত হতে হবে। মাঝপথ থেকে শোভাযাত্রায় যোগ দেওয়া যাবে না।
  • শোভাযাত্রা চলাকালীন রাস্তায় অহেতুক দাঁড়িয়ে থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।
  • শোভাযাত্রার সময় রুটে কোনো ধরনের ফলমূল ছোড়া যাবে না।

৩. সহযোগিতা ও সতর্কতা:

  • কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে সঙ্গে সঙ্গে নিকটস্থ পুলিশকে জানাতে হবে।
  • শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে।
  • ব্যারিকেড, পিকেট এবং আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশকে তাদের দায়িত্ব পালনে সহযোগিতা করতে হবে।

ডিএমপি কমিশনার নগরবাসীদের প্রতি এই ধর্মীয় আয়োজনকে সফল করতে এবং যানজটমুক্ত রাখতে সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়