News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০৭, ২৯ জুলাই ২০২৫

ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর, ছয় কেন্দ্রে ভোটগ্রহণ

ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর, ছয় কেন্দ্রে ভোটগ্রহণ

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের বহুল প্রত্যাশিত নির্বাচন ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় ছয় বছর পর অনুষ্ঠিতব্য এই নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোড়ন তৈরি হয়েছে। 

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ডাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে নির্বাচন তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের সময়সূচি:

  • খসড়া ভোটার তালিকা প্রকাশ: ৩০ জুলাই ২০২৫
  • খসড়া তালিকা বিষয়ে আপত্তি জমার শেষ সময়: ৬ আগস্ট ২০২৫, বিকাল ৪টা
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, বিকাল ৪টা
  • মনোনয়নপত্র বিতরণ: ১২ থেকে ১৮ আগস্ট ২০২৫ (প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা)
  • মনোনয়নপত্র জমাদানের শেষ সময়: ১৯ আগস্ট ২০২৫, দুপুর ৩টা
  • মনোনয়নপত্র বাছাই: ২০ আগস্ট ২০২৫
  • প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, দুপুর ১টা
  • প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ২৫ আগস্ট ২০২৫, দুপুর ১টা
  • চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, বিকাল ৪টা
  • ভোটগ্রহণের দিন: ৯ সেপ্টেম্বর ২০২৫ (মঙ্গলবার), সকাল ৮টা থেকে বিকাল ৩টা
  • ভোট গণনা ও ফলাফল প্রকাশ: ভোটগ্রহণ শেষে একই দিন

এবারই প্রথমবারের মতো ডাকসু নির্বাচন কমিশন ভোটগ্রহণ কেন্দ্রগুলো হলের বাইরে নির্ধারণ করেছে, যাতে ভোটার পরিবেশ নিরপেক্ষ রাখা যায় এবং কেন্দ্রে নিয়ন্ত্রণ সহজ হয়। 

আরও পড়ুন: আজহারের খালাসের রায়ে ঢাবিতে বিক্ষোভ

ছয়টি কেন্দ্রে ভাগ করে দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হল ও ২টি ছাত্রী হল:

১. কার্জন হল কেন্দ্র (পরীক্ষা হল)

  • ভোটার: ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল, ফজলুল হক হল

২. শারীরিক শিক্ষা কেন্দ্র

  • ভোটার: জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল

৩. ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)

  • ভোটার: রোকেয়া হল, শামসুন নাহার হল, কবি সুফিয়া কামাল হল

৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র

  • ভোটার: বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল

৫. সিনেট ভবন কেন্দ্র (এলামনাই ফ্লোর, সেমিনার কক্ষ, ডাইনিং রুম)

  • ভোটার: স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মহসীন হল, বিজয় একাত্তর হল

৬. উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র

  • ভোটার: সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল, কবি জসীম উদ্দীন হল

ভোটদানে শর্তাবলি ও নির্দেশনা:

  • ভোট প্রদানে অবশ্যই পরিচয়পত্র পে স্লিপ সঙ্গে রাখতে হবে। এটি ছাড়া কেউ ভোট দিতে পারবেন না।
  • ভোটার তালিকা হালনাগাদ ও আপত্তির সময়সীমা শেষ হওয়ার পর আর কোনো সংশোধন গৃহীত হবে না।
  • নির্বাচন কমিশন জানিয়েছে, শিক্ষার্থীদের জন্য একটি নিরপেক্ষ, সহিংসতামুক্ত ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ, দীর্ঘ ২৮ বছর পর। তখন নির্বাচনে নানা অনিয়ম, কেন্দ্র দখল, জাল ভোট এবং সহিংসতার অভিযোগ ওঠায় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। সে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার প্রশাসন এবং নির্বাচন কমিশন কেন্দ্রের অবস্থান, তালিকা যাচাই এবং প্রযুক্তি ব্যবহারে বাড়তি সতর্কতা অবলম্বন করছে।

দীর্ঘ প্রতীক্ষার পর ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘোষণায় ক্যাম্পাসে রাজনৈতিক উত্তেজনা নতুন করে উজ্জীবিত হয়েছে। কেন্দ্রীয় ও হলভিত্তিক ছাত্রসংগঠনগুলো তাদের প্রার্থী বাছাইয়ে ব্যস্ত হয়ে পড়েছে। নির্বাচন কমিশন ও প্রশাসন থেকে এবারের নির্বাচনকে আরও স্বচ্ছ, আধুনিক ও শিক্ষার্থীবান্ধব করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা আবারও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীতিনির্ধারণে অংশগ্রহণের সুযোগ পাবে—এটি গণতান্ত্রিক চর্চার দিক থেকে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচনকে ঘিরে ভবিষ্যতের নেতৃত্ব ও ছাত্ররাজনীতির গতিপথ নির্ধারিত হবে বলেও মন্তব্য করছেন শিক্ষক-নির্বাচনী পর্যবেক্ষকরা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়