তিন ব্যাংককে বন্ড ইস্যুর অনুমোদন দিলো বিএসইসি
ফাইল ছবি
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি ব্যাংককে মোট ২,৩০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ব্যাংক তিনটি হলো ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এবং ট্রাস্ট ব্যাংক।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ৯৭৫তম কমিশন সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
ব্র্যাক ব্যাংক পিএলসির ১,০০০ কোটি টাকার বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদিত হয়েছে, যা আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল, কুপন বিয়ারিং, ফ্লোটিং রেট এবং সোশ্যাল সাব-অর্ডিনেটেড ধরনের। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা এবং কুপন রেট হবে রেফারেন্স রেটের সঙ্গে ২.৫ শতাংশ কুপন মার্জিন যোগ করে। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে এবং ব্যাংকের ‘টিয়ার-২’ মূলধনের ভিত্তি শক্তিশালী করতে ব্যবহৃত হবে। প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এই বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে, আর অ্যারেঞ্জারের দায়িত্বে থাকবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড। অনুমোদনের শর্ত হিসেবে এই বন্ডটি পুঁজিবাজারের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত হতে হবে।
আরও পড়ুন: দুর্গাপূজার ছুটিতে এনবিআরের বিশেষ নির্দেশনা
অন্যদিকে, ট্রাস্ট ব্যাংক ৫০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর জন্য অনুমোদন পেয়েছে। এই বন্ডও আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল এবং ফ্লোটিং রেটধারী। প্রতি ইউনিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা এবং কুপন রেট নির্ধারণ করা হবে রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ কুপন মার্জিন যোগ করে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে বন্ডটি ইস্যু করা হবে। এর মাধ্যমে ট্রাস্ট ব্যাংক ‘ব্যাসেল-৩’ এর অধীনে ‘টিয়ার-২’ মূলধনের ভিত্তি শক্তিশালী করতে পারবে। ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এই বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে, আর অ্যারেঞ্জারের দায়িত্বে থাকছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড। এই বন্ডও অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ৮০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে। এই বন্ডও আনসিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল ও ফ্লোটিং রেটধারী এবং প্রতি ইউনিটের মূল্য ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। কুপন রেট হবে রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ কুপন মার্জিন যোগ করে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ইস্যু হবে এবং সংগৃহীত অর্থ ব্যবহার করে ব্যাংকটি ‘টিয়ার-২’ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। এর ট্রাস্টি দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।
বিএসইসির এই অনুমোদনের মাধ্যমে তিনটি ব্যাংকই তাদের মূলধনের ভিত্তি শক্তিশালী করে টিয়ার-২ মূলধন বৃদ্ধি করতে পারবে। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের জন্য বন্ড ইস্যুর সুযোগ তৈরি হচ্ছে, যা দেশের ব্যাংকিং খাতের বিনিয়োগ পরিবেশকে আরও শক্তিশালী করবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








