দুর্গাপূজার ছুটিতে এনবিআরের বিশেষ নির্দেশনা
ছবি: সংগৃহীত
আসন্ন দুর্গাপূজার সরকারি ছুটির মধ্যেও দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এ বিষয়ে জরুরি নির্দেশনা জারি করেছে সংস্থাটি।
প্রজ্ঞাপনে এনবিআর জানায়, ১ ও ২ অক্টোবর দুর্গাপূজার সরকারি ছুটির দিনগুলোতে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনে সীমিত আকারে কার্যক্রম চালু থাকবে। এর মাধ্যমে আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখা হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু রাখার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্দেশনায় উল্লেখ করা হয়, কার্যক্রম চালু রাখতে কাস্টম হাউস ও স্টেশনগুলোতে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও কার্যক্রম সমন্বয় করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পালন করতে হবে।
আরও পড়ুন: ফেব্রুয়ারির মধ্যে পাচার হওয়া কিছু অর্থ ফেরত আনা সম্ভব: অর্থ উপদেষ্টা
এর আগে ঈদুল ফিতরের ছুটিতেও সীমিত পরিসরে কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা রাখা হয়েছিল বলে প্রজ্ঞাপনে স্মরণ করিয়ে দেওয়া হয়।
২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষ্যে ১ অক্টোবর নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং ২ অক্টোবর সাধারণ ছুটি থাকবে। এরপর ৩ ও ৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় সরকারি কর্মচারীরা টানা চার দিনের ছুটি ভোগ করবেন। তবে এই টানা ছুটির মধ্যেও দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে যেন কোনো বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








