News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৫, ১ এপ্রিল ২০১৫
আপডেট: ২২:১৬, ১৮ জানুয়ারি ২০২০

ইসলামী বন্ডের নিলাম ২ এপ্রিল

ইসলামী বন্ডের নিলাম ২ এপ্রিল

ঢাকা: তিন মাস ও ছয়মাস মেয়াদি ‘বাংলাদেশ সরকার ইসলামী বিনিয়োগ বন্ড’ এর নিলাম আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত হবে।

বুধবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত নিলাম নোটিশ প্রকাশ করেছে। নিলাম অংশগ্রহণের নির্দেশনা ইতোমধ্যে আথিক প্রতিষ্ঠনগুলোতে পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, ইসলামী শরীয়াহ্‌ ভিত্তিক পরিচালিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং ইসলামী ব্যাংকিং শাখা রয়েছে এরূপ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান নিলামে অংশগ্রহণ করতে পারবে।

ইসলামী বন্ড ক্রয়ের জন্য কাঙ্ক্ষিত পিএসআর ও বন্ড ক্রয়ের পরিমাণ উদ্ধৃত করে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০ টা হতে দুপর সাড়ে ১২টার মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে বিড দাখিল করতে হবে।

নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়