লেনদেনের সঙ্গে সূচকের পতন
ঢাকা: একদিন ঊর্ধ্বগতি থাকার পর বুধবার দেশের শেয়ারবাজারে লেনদেনের সঙ্গে সূচকের পতন হয়েছে।
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ১৭.৩৭ পয়েন্ট। লেনদেন হয়েছে ২২ কোটি ৭১ লাখ ৭৬ হাজার টাকা, যা আগের দিনের চেয়ে ৯৩ কোটি টাকা কম।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সিএসইএক্স সূচক কমেছে ২৮.৮২ পয়েন্ট, দিনশেষে এ বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৬ কোটি ১৮ লাখ ৪৪ হাজার ৯৬৮ টাকা। যা আগের দিনের চাইতে ১৮ কোটি ৮১ লাখ টাকা কম।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩০৪টি কোম্পানির ৭ কোটি ৫৪ লক্ষ ৯৮ হাজার ৬৮৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৩৫৯ কোটি ৭১ লক্ষ ৮৮ হাজার ২০৬ টাকা। যা আগের দিনের চেয়ে ৯৩ কোটি টাকা কম।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে পয়েন্ট ১৭.৩৮ কমে ৪ হাজার ৫১৩.১১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক পয়েন্ট ৮.৬০ কমে ১ হাজার ৭১৯.৮৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক (ডিএসইএস) পয়েন্ট ৪.৪৭ কমে ১ হাজার ৯৮.৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেনকৃত ৩০৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- এমজেএল বিডি, স্কয়ার ফার্মা, গ্রামীণ ফোন, এসিআই লিমিটেড, শাশা ডেনিমস, বেক্সিমকো লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, সাইফ পাওয়ার, কেপিসিএল ও ইফাদ অটোস।
অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসইএক্স সূচক ২৮.৮২ পয়েন্ট কমে দিনশেষে ৮৪০৫.৫০ পয়েন্টে দাঁড়িয়েছে।
দিনশেষে লেনদেন হয়েছে ২৬ কোটি ১৮ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।
নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম
নিউজবাংলাদেশ.কম








