গণমানুষের বাজেট ভাবনা নিয়ে সুপ্র
ঢাকা: জাতীয় বাজেটে গণমানুষের প্রত্যাশার প্রতিফলন এবং বাজেটকে দরিদ্রবান্ধব করার লক্ষ্যে ২০০৩ সাল থেকে সুপ্র জাতীয় পর্যায়ে স্থানীয় দাবিগুলো তুলে এনে সরকারের কাছে গণমানুষের বাজেট ভাবনা উপস্থাপন করে আলোচনা সভা করেছে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র)।
মঙ্গলবার সকালে রাজধানীর ডেইলি স্টার ভবনে এএস মাহমুদ সেমিনার হলে জাতীয় প্রাক বাজেট (২০১৫-১৬) আলোচনা সভার আয়োজন করে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র)।
আলোচনা সভায় ফজলে হোসেন বাদশা এমপি বলেন, “প্রাক-বাজেট আলোচনার জন্য উপযুক্ত সময় এটা। তবে ঘরের আলোচনা আমলাদের কান পর্যন্ত না পৌঁছালে ফলপ্রসূ হবে না। কেননা বাজেট প্রণীত হয় তাদেরই হাতে। এক্ষেত্রে এমপিদের কিছু করার নেই। অর্থমন্ত্রী যেভাবে করবেন তাই চূড়ান্ত হবে।”
তিনি আরও বলেন,“আয় বৈষম্য কমানোর মাধ্যমে জনগণকে ক্ষমতায়িত করতে হবে কেননা জনগণকে ক্ষমতায়িত করলেই কেবল সরকার গণমুখী পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয়।”
পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সদস্য সেলিনা বেগম এমপি বলেন, “আমাদের সমাজে নারীর অর্থনৈতিক মর্যাদাকে আজও খাটো করে দেখা হয়, যদিও বর্তমান সরকার নারী উন্নয়নে অনেক ইতিবাচক পদক্ষেপ নিয়েছে।”
তৃণমূলের ৪৫ টি জেলার দাবি সম্বলিত আলোচনাপত্র সভায় উপস্থাপিত হয়। সুপ্র পরিচালক এলিসন সুব্রত বাড়ৈর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সভার সভাপতি ও সুপ্র নির্বাহী পরিষদ সদস্য শামীমা আক্তার মুনমুন। আলোচনাপত্র উপস্থাপন করেন সুপ্র ক্যাম্পেইন সমন্বয়কারী সাকেরা নাহার।
সুপ্র আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় অতিথি হিসেবে ছিলেন জাতীয় পরিকল্পনা ও বাজেট সম্পর্কিত সংসদীয় ককাসের সহ সভাপতি মীর শওকাত আলী, সুপ্র জাতীয় পরিষদ সদস্য শরীফা খাতুন, এমএ ছালাম, ললিত সি চাকমা, সুপ্র জেলা সম্পাদক আব্দুল লতিফ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চন্দন গোমেজ, ব্লাস্ট সিলেট প্রতিনিধি নাজিম আহমেদ, পিরোজপুর জেলা সভাপতি গৌতম চৌধুরী, কুড়িগ্রাম প্রতিনিধি আব্রাহাম লিংকন, ময়মনসিংহ প্রতিনিধি সজল কোরায়শী, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি শামীমা নাসরিন ও বাংলাদেশ ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক সুবল সরকার প্রমুখ।
উল্লেখ্য, এর আগে সুপ্র ৪৫ জেলায় প্রাক-বাজেট আলোচনা সভা আয়োজন করেছে এবং সভায় উঠে আসা গণদাবিসমূহ ইমেল ও ফ্যাক্সযোগে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/আরবিএস/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








