News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪১, ৩১ মার্চ ২০১৫
আপডেট: ২২:১৪, ১৮ জানুয়ারি ২০২০

সার্কের ২য় সর্বোচ্চ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়ালো ২৩ বিলিয়ন

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়ালো ২৩ বিলিয়ন

ঢাকা: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে এ যাবৎ কালের সর্বোচ্চ ২৩ দশমিক ০৫ বিলিয়ন মার্কিন ডলার রেকর্ড গড়লো। যা সার্কভুক্ত দেশে দ্বিতীয় সর্বোচ্চ রিজার্ভ।  

রিজার্ভ স্থিতি বিবেচনায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বর্তমানে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান। ভারতের রিজার্ভ স্থিতি ৩৩৯.৯৯ বিলিয়ন মার্কিন ডলার এবং তৃতীয় স্থানে অবস্থানকারী পাকিস্তানের রিজার্ভ স্থিতি ১৬.১০ বিলিয়ন মার্কিন ডলার।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে বিবৃতিতে জানানো হয়, ৩১ মার্চ ২০১৫ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে মিলিয়ন ডলার হিসেবে ২৩.০৫ বিলিয়ন যা গত ৩১ মার্চ, ২০১৪ তারিখে ছিল ১৯.২৩ বিলিয়ন। এ সময়ে রিজার্ভের পরিমাণ প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমান রিজার্ভ দিয়ে দেশের ৬ মাসেরও অধিক সময়ের আমদানি দায় পরিশোধ করা সম্ভব।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মত ২৩ বিলিয়ন অতিক্রম করে তখন এর পরিমান ছিল ২৩.০৩ বিলিয়ন।

কেন্দ্রীয় ব্যাংকের দাবি, ব্যাংক কর্তৃক গৃহীত সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপের ফলে মার্কিন ডলারের বিপরীতে টাকার স্থিতিশীল বিনিময় হার বজায় থাকাছে। বাংলাদেশ ব্যাংকের রপ্তানি সহায়তা তহবিলের (রপ্তানি উন্নয়ন তহবিল) পরিমাণ ও এর ব্যবহারের আওতা সম্প্রসারণ করায় এবং রপ্তানিকারকদেরকে সরকারের প্রদত্ত বিভিন্ন প্রণোদনার ফলে রপ্তানি আয় বৃদ্ধি পাচ্ছে।

এছাড়া প্রবাসী আয়ের সন্তোষজনক প্রবাহ অব্যাহত থাকা, বৈদেশিক সরাসরি বিনিয়োগ ও বেসরকারী খাত কর্তৃক বৈদেশিক উৎস হতে অর্থায়ন গ্রহণের পরিমাণ বৃদ্ধি ইত্যাদির ফলে বৈদেশিক মুদ্রার আন্তঃপ্রবাহ বৃদ্ধি পেয়েছে। রিজার্ভ বৃদ্ধির কারণে মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি টাকা স্থিতিশীল থাকবে বা পূর্বের তুলনায় শক্তিশালী হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
 
নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়