News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৭, ৯ আগস্ট ২০২৫

তিন ব্যাটারের দাপটে বিশ্বরেকর্ড গড়ল নিউজিল্যান্ড

তিন ব্যাটারের দাপটে বিশ্বরেকর্ড গড়ল নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

বুলাওয়েতে সিরিজনির্ধারণী টেস্টে প্রথম ইনিংসে মাত্র ১২৫ রানে অলআউট হয়েছিল জিম্বাবুয়ে। এরপর ব্যাট হাতে রোডেশিয়ান বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে বিশ্বরেকর্ড গড়েছে নিউজিল্যান্ড।

টেস্ট ইতিহাসে মাত্র তৃতীয়বার একই ইনিংসে তিন ব্যাটার দেড়শ রানের বেশি করেছেন। এর আগে ১৯৩৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড এবং ১৯৮৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ব্যাটাররা এই কীর্তি গড়েছিলেন। গত ৩৯ বছরে এই প্রথম এমন ঘটনা ঘটল।

শুক্রবার (৮ আগস্ট) কিউই ওপেনার ডেভন কনওয়ে ২৪৫ বলে ১৮ চার মেরে ১৫৩ রান করেন। এরপর হেনরি নিকোলস ও রাচিন রবীন্দ্র অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন। নিকোলস ২৪৫ বলে ১৫ চার মেরে ১৫০ এবং রবীন্দ্র ১৩৯ বলে ২১ চার ও ২ ছক্কায় ১৬৫ রান করেন। এ ছাড়া উইল ইয়াং ৭৪ ও জ্যাকব ডাফি ৩৬ রান যোগ করেন।

আরও পড়ুন: তৃষ্ণার হ্যাটট্রিকে তিমুরকে গুঁড়িয়ে শীর্ষে বাংলাদেশ

দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৬০১ রান, লিড ৪৭৬। আজ তৃতীয় দিনে মাঠে নামবে দুই দল।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়