News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১১, ১৩ এপ্রিল ২০২৫
আপডেট: ১৪:৪৬, ১৩ এপ্রিল ২০২৫

হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপ। আর সেই ঐতিহাসিক আসরে  আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। 

বিশ্বকাপটি আয়োজন করছে পাকিস্তান হুইলচেয়ার ক্রিকেট কাউন্সিল, যা আন্তর্জাতিক হুইলচেয়ার ক্রিকেট কাউন্সিলের প্রতিষ্ঠাতা সদস্য। 

বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত, পাকিস্তানের লাহোর ও ফয়সালাবাদ শহরে। 

বাংলাদেশ দলের প্রতিষ্ঠাতা সদস্য ও অধিনায়ক মোহাম্মদ মহসিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আমন্ত্রণের খবর নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল এই সম্মানজনক আমন্ত্রণে সাড়া দিয়ে বিশ্বকাপে অংশগ্রহণের প্রস্তুতি শুরু করেছে। এটি বাংলাদেশের জন্য একটি গর্বের মুহূর্ত এবং হুইলচেয়ার ক্রিকেটের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা।

তবে এই অর্জনের পাশাপাশি রয়েছে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এখনও পর্যন্ত দলটির কোনো স্পনসর বা আর্থিক সহযোগী নেই। 

মহসিন বলেন, আমাদের এই বিশ্বকাপে অংশগ্রহণের জন্য এখন পর্যন্ত কোনো স্পনসর নেই। তাই আমরা সরকারের, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এবং বিসিবির সহযোগিতা কামনা করছি, যেন আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার এই সুযোগটি আমরা বাস্তবায়ন করতে পারি। 

আরও পড়ুন: প্রতিটি আন্তর্জাতিক সিরিজেই চ্যালেঞ্জ থাকে: শান্ত

অংশগ্রহণকারী দেশসমূহ: বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, কেনিয়া, সংযুক্ত আরব আমিরাত।

প্রতিটি দল গঠিত হবে ২১ সদস্যের — যার মধ্যে থাকবেন ১৫ জন খেলোয়াড়, ৫ জন কর্মকর্তা এবং ১ জন বিচারক।

অংশগ্রহণের পথে বাধা: আর্থিক সংকট

যদিও বাংলাদেশ দল আমন্ত্রণ পেয়েছে, তবে আর্থিক সহায়তার অভাবে তাদের অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়।

মহসিন বলেন, আমরা এখনো কোনো স্পনসর বা অর্থনৈতিক সহায়তা পাইনি। সরকারের, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি আমাদের অনুরোধ—এই উদ্যোগে পাশে দাঁড়ান। এটি শুধু একটি খেলা নয়, এটি বাংলাদেশের সম্মান ও সম্ভাবনার একটি আন্তর্জাতিক মঞ্চ। 

প্রস্তুতি চলছে

অর্থসংকট থাকলেও দলটি ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে। খেলোয়াড়দের চালিকাশক্তি একটাই—দেশকে গর্বিত করার স্বপ্ন।

মহসিন আরও বলেন, এই টুর্নামেন্ট শুধু খেলার জন্য নয়, এটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি নতুন অধ্যায়ের সূচনা। আমরা গণমাধ্যম, ক্রীড়াপ্রেমী এবং দেশের প্রতিটি মানুষের কাছে আহ্বান জানাই—আমাদের পাশে থাকুন, আমাদের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করুন। 

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়