News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৫, ১০ এপ্রিল ২০২৫

শুরু হচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাই মিশন

শুরু হচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাই মিশন

ফাইল ছবি

থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাই মিশন। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।

এর আগে পাকিস্তানে দুটি প্রস্তুতি ম্যাচে দারুণ জয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে নিগার সুলতানার দল। তাই প্রথম ম্যাচের আগে আত্মবিশ্বাসী লাল সবুজের মেয়েরা।

নারী চ্যাম্পিয়নশিপে সপ্তম থেকে দশম স্থানে থাকায় বাছাই পর্বে খেলবে পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। এছাড়া র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা স্কটল্যান্ড ও থাইল্যান্ডও বাছাই পর্ব খেলবে। 

আরও পড়ুন: পিছিয়ে গেল বাংলাদেশের জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্প

১৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ নারী দল।

এরপর ১৫ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয়, ১৭ এপ্রিল লাহোর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের চতুর্থ এবং ১৯ এপ্রিল লাহোরে পাকিস্তানের বিপক্ষে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচ খেলবে টাইগ্রেসরা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়