পাকিস্তানি ক্রিকেটার এখন ট্যাক্সিচালক
ঢাকা: মন্দ ভাগ্য আর কাকে বলে? একদা ওয়াসিম আকরাম-ওয়াকার ইউনিস-সাঈদ আনোয়ারদের মতো কিংবদন্তিদের সঙ্গে ড্রেসিং রূম ভাগাভাগি করেছেন পাক স্পিনার আরশাদ খান। তখন অর্থ, নাম, যশ, খ্যাতি- সব ছিল তার। অথচ জীবিকার অন্বেষণে এখন তাকেই কিনা ভাড়ায় ট্যাক্সি চালাতে হচ্ছে!
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের সৌজন্যে গতকাল সোমবারে বিস্ফোরক এই তথ্য প্রকাশ পায়। এদিন গনেশ বিরলে নামক এক ফেসবুক ব্যাবহারকারী দাবি করেন, তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে সাবেক পাকিস্তানি ক্রিকেটার আরশাদ খানের ট্যাক্সিতে করে ভ্রমণ করেছেন।
ওই ফেসবুক ব্যবহারকারী বলেন, “তিনি (আরশাদ খান) আমাদের ট্যাক্সি ড্রাইভ করছিলেন। আমরা তার সঙ্গে কথা শুরু করলাম। উনি জানালেন, তিনি পাকিস্তানের লোক। আর সিডনিতেই থাকেন। তবে বিভিন্ন সময় তিনি হায়দরাবাদে গেছেন। বিদ্রোহী ইন্ডিয়ান লিগে (আইসিএল) লাহোর বাদশাহের হয়ে খেলেছেন তিনি। ঠিক তখনই তার পুরো নাম জানতে চাই আমি। বিষয়টা খোলাসা হয় তখনই। আমি বিস্ময়ে লক্ষ্য করি উনি আর কেউ নন, ওনার নাম আরশাদ খান।”
অবশ্য ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলা ক্রিকেটার প্রথমে নিজের পরিচয় নাকি লুকাতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নিজের যাত্রীদের কাছে ধরা পড়ে যান ৪৪ বছর বয়সী পেশোয়ার ক্রিকেটার। প্রসঙ্গত, আরশাদ পাকিস্তানের জার্সিতে ৯টি টেস্ট ও ৫৮টি ওয়ানডে খেলেন। আর প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮৭টি ম্যাচ খেলেন তিনি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও দ্য নিউজ ট্রাইব।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম