News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২২:৩০, ১০ অক্টোবর ২০১৯
আপডেট: ১৭:৫৭, ৭ ফেব্রুয়ারি ২০২০

কাতারকে রুখতে পারল না বাংলাদেশ

কাতারকে রুখতে পারল না বাংলাদেশ

ফিফা ২০২২ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শক্তিশালী কাতারের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকে কাতার। সে তুলনায় অনেকটাই রক্ষণাত্মক ফুটবল জেমিডের ছেলেদের।

আক্রমনের বিপরীতে কাউন্টারে গিয়ে কোন সফলতা আসেনি বাংলাদেশের। ২৯ মিনিটে সফরকারী ফরোয়ার্ডদের আক্রমনে কোণঠাসা বাংলাদেশ হজম করে ইউসুফের দেয়া প্রথম গোল। এরপর গোল শোধের বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যার্থ হয় জামাল ভুইয়া, নবীব নওয়াজ জীবনরা।

প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে পাল্টা আক্রমনে গেছে জেমিডের শিষ্যরা তবে ফিনিশিংয়ের অভাবে স্কোর লেভেল করা সম্ভব হয়নি।

শেষের দিকে এসে স্বাগতিক রক্ষণের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে আবারো বাংলাদেশের জাল কাপান কাতার ফরোয়ার্ড বৌদিয়াফ। শেষ পর্যন্ত ২-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে জামাল ভুইয়ারা।

নিউজবাংলাদেশ.কম/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়