News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৫, ২০ জুলাই ২০১৫
আপডেট: ০৫:৪২, ১ ফেব্রুয়ারি ২০২০

‘২০ উইকেট নেয়ার সামর্থ্য আছে টাইগারদের’

‘২০ উইকেট নেয়ার সামর্থ্য আছে টাইগারদের’

ঢাকা: মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে শিষ্যদের নিয়ে দারুণ আশাবাদী বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। একই সময় লঙ্কান বংশোদ্ভূত কোচ আরও জানান, টাইগার বোলারদের প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য আছে।

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে জানান, আসন্ন টেস্ট সিরিজে বাংলাদেশ দলের পারফরম্যান্স ধারাবাহিক হবে। তিনি বলেন, “আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দক্ষিণ আফ্রিকার বোলিং। কারণ, তাদের বিশ্বমানের একটি বোলিং ব্রিগেড আছে। সেক্ষেত্রে আমাদের ব্যাটসম্যানরা তাদের বোলারদের কীভাবে মোকাবেলা করে সেটাই ম্যাচের ফলাফলে মূল ভূমিকা রাখবে।”

ভবিষ্যতের দিকে তাকিয়ে হাথুরুসিংহে বলেন, “ভালো একটি ম্যাচ খেলার দিকে তাকিয়ে আছি। এখন ছেলেরা যদি তাদের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করতে পারে এবং ধারাবাহিকতা দেখাত পারে তাহলে ভালো কিছুই হবে। অতীতে কী হয়েছে তার দিকে তাকাতে চাই না আমি। এখন সব বিভাগে অনেকটা ভারসম্য অর্জন করতে পেরেছি আমরা।” দলীয় স্ট্রাটেজি নিয়ে বাংলাদেশ কোচ যোগ করেন, “আমরা পিচের দিকে তাকাচ্ছি না, নিজেদের শক্তি দিয়েই খেলব আমরা।”

বাংলাদেশ কয়েকদিন আগেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতে। আগামীকাল চট্টগ্রামে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট শুরু হবে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, ৩০ জুলাই থেকে।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়