News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৪, ২০ জুলাই ২০১৫
আপডেট: ১১:২৫, ১৮ জানুয়ারি ২০২০

শেষ ম্যাচেও জুনিয়র টাইগারদের জয়

শেষ ম্যাচেও জুনিয়র টাইগারদের জয়

ঢাকা: দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের শেষ ও সপ্তম ম্যাচেও জয় পেয়েছে জুনিয়র টাইগাররা। রোববার কিংসমিড স্টেডিয়ামে ২২ রানের জয়ের মাধ্যমে ৫-২ ব্যবধানে সিরিজ জিতে নেয় মেহেদি হাসান মিরাজ বাহিনী।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬৬ রান সংগ্রহ করে। সফরকারীদের পক্ষে জয়রাজ শেখ সর্বোচ্চ ৯০ রান করেন। ৪৫ রান করেন সাইফ হাসান। ৪২ রান এসেছে জাকির হাসানের ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকার উইয়ান মাল্ডার ও উইলেম লুডিক দুটি করে উইকেট পান।

এরপর ২৬৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল ৪৯.২ ওভারে ২৪৪ রানে অলআউট হয়ে যায়। মেহেদি হাসানের স্পিনে নাকাল হয় স্বাগতিকরা। জুনিয়র টাইগারদের দলপতি ১০ ওভার বল করে ৪৮ রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেন। দুটি উইকেট পান মোহাম্মদ সাইফুদ্দিন। প্রোটিয়াদের পক্ষে লিয়াম স্মিথ সর্বোচ্চ ৮৯ রান সংগ্রহ করেন।

প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশের জয়রাজ শেখ এবং সিরিজ সেরা পিনাক ঘোষ।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়